“ক্ষমতা”
- Hashtag Kalakar
- 16 hours ago
- 1 min read
By Asim Kumar Dandapat
জনারণ্যে জন্তু থাবা, জঙ্গল রাজত্বে—
ক্ষমতার বলি হলো, নিরীহ নিষ্পাপ!
অরণ্যে রোদন শুনি, প্রভুর দাসত্বে।
আজিও কানুন কালা! ক্ষমতা প্রতাপ!
কালো আর ধলো, সব—এক করে দিলো,
জনতা!তো কর দাতা!আমি পরিত্রাতা।
জনগণ ধৃতরাষ্ট্র, কষ্ট মেনে নিলো।
ভাগ্যলিপি আমি লিখি—ওদের বিধাতা!
জানি তুমি দুয়োরানি—-অল্পেতে সন্তুষ্ট!
ঝাড়বাতির গল্প বলে ! তবু কেষ্ট বিষ্ট।
সবা লাগি চিন্তা করি—নিদ্রা হোলো নষ্ট।
স্বভাব তো কাঠি করা! নিন্দুকেরা দুষ্ট।
পেয়েছি যা ভাগ্যবলে, কেউ অবহেলে?
লুটি সদলবলে!দেশ—যাক রসাতলে!
By Asim Kumar Dandapat
Comments