একতা।
- Hashtag Kalakar
- 2 days ago
- 1 min read
By Prasun Mukherjee
তুমি ঋজুরেখ আমি ঝুঁকে থাকা
তুমি নীলাকাশ আমি মেঘ মাখা।
তুমি ফিটফাট আমি এলোমেলো
তুমি চেনা পথে আমি পথভুলো।
তুমি লিমুজিন আমি সাইকেল
আমি মহুয়ার তুমি ককটেল।
তুমি হিসেবের আমি গরমিল
তুমি মাপা হাসি আমি অনাবিল।
তুমি টুপটাপ আমি রিমঝিম
তুমি ঠুংঠাং আমি দ্রিম দ্রিম।
তুমি কানে কানে আমি গমগম্।
তুমি মেঘ পথে আমি ঝম্ ঝম্।
তুমি পাঁচতারা আমি কুঁড়ে ঘর
আমি বুকভরা তুমি পর পর।
আমি লাল জবা তুমি ক্যাকটাস্।
তুমি কদাচিৎ আমি বারোমাস।
তুমি পপ্ রক্ আমি ভাটিয়ালি
তুমি ঘসা জিন্স আমি ধনেখালি।
তুমি টুনিঝার আমি দীপশিখা
তুমি ভুলে যাওয়া আমি মনে রাখা।
By Prasun Mukherjee

Comments