হারানো লোকটি (The Lost One)
- Hashtag Kalakar
- Dec 8, 2025
- 1 min read
By Indrani Bhattacharya
বাবা ছিল ভীষণ ভালো,
বড্ড সিধে লোক ;
চেয়েছিল যে যেখানে
সবার ভালো হোক।
অল্প বয়স, গ্রামে গিয়ে
দশক সে সত্তর...
হাওয়ায় তখন ঝড় উঠেছে –
বিপ্লবই উত্তর।
আমিও শ্রেনি,
তুমিও শ্রেনি,
তাদের শ্রেনি কী?
কৃষক-শ্রমিক-কুলিমজুর-
বাড়ির কাজের ঝি?
নিজের শ্রেনি ছাড়তে হবে,
চিনতে হবে দেশ
“গ্রামে চলো” স্লোগান মুখে
বুকে “লাল কিতাব” এর রেশ;
তাদের “চেয়ারম্যান” এর চীনে
হল “জনগনের জয়”,
চারু – সরোজ – জঙ্গল বলে,
ভারতে কেন নয়?
আগুন-ঝরা ছেলেরা সব
সুখের মায়া ছেড়ে
কীসের ভালোবাসায় যেন
গ্রামের দিকে চলে।
তারপর...
গণহত্যা, রক্তরাঙা অধ্যায়ের পর;
থেমে গেল, নিভে এল
দিন বদলের ঝড়।
মরল হাজার আগুন ছেলে
ফিরল না আর ঘরে
“শখের বিপ্লবী” কিছু
বিদেশে শিফট করে।
কষ্ট করে দারিদ্রতে
জখম হওয়া মনে,
বাবার মতো কিছু মানুষ
ফিরল গৃহকোণে।
শিল্প সংস্কৃতি আর
মানবিক কাজে,
ছড়িয়ে গেল “মতাদর্শ” –
ওটাই বেঁচে থাকে।
আমার মতো আরও যারা
এমন বাবা পেল
আলো আঁধারি ছেলেবেলা
কুয়াশায় হারাল।
By Indrani Bhattacharya

Comments