ভুলতে চাও
- Hashtag Kalakar
- Jan 23
- 1 min read
By Tanushree Ghosh Adhikary
ভুলতে চাও আমায়?
তবে ভুলে যাও
হয়ত আছে খানিক আপত্তি
তাতে আর কি আসে যায়?
যদি ইচ্ছে হয় ভুলতে
তবে ভুলে যাও
বাধা নিষেধের উর্দ্ধে গিয়ে
পিছুটান কে পিছনে ফেলে
একবার মনের দেওয়ালে কান পাতো
মন যদি চায় ভুলতে
তবে ভুলে যাও...
এরকম কত মানুষই তো ভুলে গেল
দম্ভের সাথে চলে গেল
ইচ্ছের প্রাচীরে নিষেধাজ্ঞার বিজ্ঞাপন দিল
ভালো থাকার বাণী শোনাল
তারপর কোনো এক সন্ধ্যাবেলায় অকারণের উঠোনে কারণের দেওয়াল তুলে একগুচ্ছ অভিযোগ সাজিয়ে উল্টো পথে হেঁটে চলল
একসময় জীবন থেকে হারিয়েও গেল
তাতে আর কি আসে যায়?
তোমারও যদি ইচ্ছে করে ভুলে যেতে
তবে ভুলে যাও....
আমায় ভেবে অকারণ দ্বিধা দ্বন্দ্ব রেখো না
এপ্রান্তে থাকবে পূর্ণ সহযোগিতা
ওপ্রান্তে দাঁড়িয়ে তোমার চাহিদা
মধ্যে উথালপাথাল জোয়ার ভাটা
ওসব নিয়ে ভয় পেয়ো না
জীবন যখন জীবিত ঢেউ তো আছড়াবেই
ওটুকু আঘাত মেনে নিতে হবে
সহ্য করতে হবে
হাসতে হবে
মোটা করে কাজল পরে ইচ্ছে মতো সাজতে হবে
এরপরেও যদি তুমি ভুলতে চাও
তবে ভুলে যাও...
অবাধ স্বাধীনতা!
আমি না হয় পরাধীনতার শিকলে বাঁধব নিজেকে
তুমি উড়বে মুক্তির আকাশে
কোথাও কেউ কিছু বুঝবে না
দেখতেও পাবে না
খালি চোখে ওসব অসহিষ্ণুতা দেখা যায় না
ভুলেও ভেবো না তোমায় আমি আঁটকাব
আজ অবধি নিজের আঙিনায় জোর করে কাউকে বাঁধিনি যে
খামকা তোমায় কেন যাব বাঁধতে?
ভালোবেসেছি আমি
এটুকু সততা যদি রাখতে না পারি,
তবে এই ভালোবাসা চরম মিথ্যে...
তাই তো জোর গলায় বলছি, যদি চাও আমাকে ভুলতে
তবে ভুলে যাও!
এতোকিছুর পরেও উত্তর যদি হয় 'না'
নিঃশব্দে যদি বলো 'ভুলতে তোমায় আমি পারব না'
তবে তো বলব, তুমিও পড়েছ চরম বিপাকে
ভুলতে চাওয়ার অভিনয় চরম দুর্বিষহ
সইতে পারবে তো সারাজীবন?
তারচেয়ে বরং সত্যি সত্যি ভুলে যাও...
✍️- তনুশ্রী অধিকারী
By Tanushree Ghosh Adhikary

Comments