পূর্বজন্ম
- Hashtag Kalakar
- Dec 11, 2025
- 1 min read
By Partha Pratim Chakraborty
অতসী, মনে পড়ে?
যেদিন মেঘ নেমেছিল পদ্মা’র পাড়ে,
আমি সেদিন প্রথম ছুঁয়েছিলাম তোমায়!
ছিলো তখন গোধূলির বেলা,
তুমি থরথর কাঁপছিলে বর্ষায়।
আমি দু’মুঠো উষ্ণতা মেখে দিয়েছিলাম তোমার গা’য়।
বলেছিলাম, “এক মুঠো নিতে নেই, ওতে নাকি অমঙ্গল হয়!”
শুনে তুমি আড়াল হলে লজ্জায়,
আমি ফিরে এসেছিলাম নিজের পাড়ায়।
তখন আমি নিষ্পাপ কিশোর।
তাই কারণ বুঝি নাই অমন লজ্জার,
তোমার আড়াল হবার।
By Partha Pratim Chakraborty

Oshadharon