তুমি আমি।
- Hashtag Kalakar
- 7 hours ago
- 1 min read
By Prasun Mukherjee
তোমার চারে আমার চারে
অনেক ফারাক।
দুয়ে দুয়ে আমার, তোমার
শূন্য চারে।
তোমার লোভে ভাঙছে আমার
শান্তির নীড়।
ডুবছে দেখি সকল খুশি
অন্ধকারে।
তোমার রাতে আমার রাতে
অনেক ফারাক।
তোমার রাতে তারার ঘরে
রঙের মেলা।
আমার রাতে ছোট্ট ঘরে
চাঁদের আলো
ছেঁড়া মাদুর তক্তাপোশে
প্রাণের খেলা।
তোমার ভোরে আমার ভোরে
অনেক ফারাক।
তোমার ভোরে নরম আলো।
ঘুমের ছোঁয়া।
আমার ভোরে হুলুস্থুলু
রুজির ছোটা।
বুকের রসদ নিচ্ছে টেনে
ঘামের ধোঁয়া।
তোমার খেলা আমার খেলায়
অনেক ফারাক।
তোমার খেলায় উড়ছে শুধু
টাকার ধুলো।
আমার খেলায় বনজঙ্গল।
খুশির মাটি।
শাল মহুয়ায় বেড়াই খুঁজে
স্বপ্নগুলো।
তোমার শিশু আমার শিশুর
অনেক ফারাক।
তোমার শিশু হরেক মেনুর
যত্নে ভারী।
আমার শিশু অর্ধাহারে ।
দিদির কোলে।
সাতসকালে মা গেছে তার
কাজের বাড়ি।
তোমার গুরু আমার গুরুর
অনেক ফারাক।
আমার গুরু আনন্দধাম
উত্তরণের।
তোমার গুরুর গোঁড়ামি আর
লুটের নেশা।
বিধর্মী তে পশুই দেখেন
নিষ্পেষণের।
তোমার নেতা আমার নেতায়
অনেক ফারাক।
তোমার নেতা পরিবারের।
মুখোশ ধারী।
আমার নেতার শিকর গভীর
অশ্বত্থ বট।
দূরগ্রামে তার প্রাণের আরাম
ভগ্ন বাড়ী।
তোমার চাওয়া আমার চাওয়ায়
অনেক ফারাক।
তোমার চাওয়া সুনামি ঢেউ
খাচ্ছে গিলে।
আমার চাওয়ায় ঝর্ণা নদীর
কুলুধ্বনী।
বলছে ডেকে আয়না বাঁচি
সবাই মিলে।
__
By Prasun Mukherjee

Comments