চলতে রহো...
- Hashtag Kalakar
- Dec 11, 2025
- 1 min read
By Partha Pratim Chakraborty
কলম চলুক সরলরেখায়,
রামধনুর হোক ছুটি আজ।
টিনের বাক্সে রঙ-তুলি ঘুমায়,
হবে না আর কোনো কারুকাজ।
ধর্মের কলম দোয়াতে মুখ লুকায়,
অধর্মের অন্ন মুখে তুলতে নারাজ।
রক্তচক্ষু সূর্য্য,
সঙ্গে দোসর তীব্র রোদ্দুর!
এই পিচ গলা রাস্তা ধরে,
বলো সাধু যাবো আর কদ্দুর?
সাধু বলে, "জওয়ান হো, সোজা চলতে রহো।
মওকা মিলে জীবন মে - ধীরজ সে তপতে রহো, তপতে রহো!"
আমি বলি, "গোবিন্দ ভজি আমি, রাম নাম জপি –
সাধু তবু কেনো এই জীবন মোর দুঃখের পুঁজি?"
সাধু করে অট্টহাস্য শুনে আমার এই কথা!
রাস্তার দু'ধারে জ্বলতে থাকে মৃত চাষীদের চিতা।
চিতায় শুয়ে তারাও হাসলো!
সাধু বলে চলে, "গোবিন্দ তেরো, রাম তেরো – এক হি ধরম্ সবনে হি নিভায়ো,
মওকা মিলে জীবন মে - ধীরজ সে তপতে রহো, তপতে রহো!"
সাধু চলে আর বলে চলে...
আমি চলি তাঁর পিছে পিছে,
তপ্ত পিচ গলা রাস্তা ধরে।
By Partha Pratim Chakraborty

Motivational