ঘুম ঘুম।
- Hashtag Kalakar
- Dec 9, 2025
- 1 min read
By Prasun Mukherjee
কান্না হাসি অনেক হলো থাকবো এবার নির্জনে
যেমন করে বীজের শিশু নতুন পাতার দিন গোনে।
পথ ভোলানো পথটা আবার তেমনি হবে উঁচু নীচু
ভুলেই যাবো নবসজ্জায় আগের দিনের সবকিছু।
বন্ধু স্বজন ভালোবাসা কড়া ও মিঠে রোদ্দুরে
আসবো এবার নতুন রূপে ছায়ায় ঘেরা প্রান্তরে।
নতুন ডালে নতুন পাতায় আগের ছোঁয়া নেই মনে
শিকড় জুড়ে থাকবে বেঁচে ঘটেছে যা সেইদিনে।
ঝড় বাতাসে রোদ বর্ষায় খেলবে পাতা হাসবে ফুল
দেখবো খরা ডুববো জলে পথ চলতে করবো ভুল।
এমনি করেই বইবে জীবন ফুটবো পাহাড় সাগরে
সবার যোগে সুখ দুঃখ সাজিয়ে নেবো অন্তরে।
লুপ্ত হলে সাগর নদী পাহাড় বনের এই মেলা
ঘুমের দেশে থাকবো ঘুমে বন্ধ হবে সব খেলা।
By Prasun Mukherjee

Comments