কেউ করেনি মানা।
- Hashtag Kalakar
- Dec 9, 2025
- 1 min read
By Prasun Mukherjee
বড় কষ্ট হয় ফিরতে
আগের অবস্থায়।
তাইতো পাহাড় সমুদ্র নদী
দেখতে যেতে করে ভয়।
নিতান্তই ছাপোষা মানুষ আমি।
সাইকেলে ঘুরি মহল্লার অলিগলি।
মুঠোফোন কাগজে আঁকিবুঁকি র নেশায়
পেতে চাই গৃহকোণের নিরিবিলি।
পৃথিবী ডাকে আমায়।
দুহাত বাড়িয়ে ডাকে।
ডাকে বনভূমি,
ধূ ধূ প্রান্তর পেরিয়ে
অবাক করা পূরাকীর্তি।
ডাকে হিল স্টেশনের হোটেলের জানলা।
যার সামনে দাঁড়ালে দেখা যায়
দূরে নীচের সরু রাস্তায়
গরু ছাগলের সাথে
তন্বী বালিকার হেঁটে চলা।
পাহাড় গাছ গাছালি আর
মেঘছোঁয়া পাখির ডানায়
সে এক আশ্চর্য পৃথিবী।
লোভ লাভ বিষাদ ষড়যন্ত্র সব
সেখানে পথ ভোলা।
ঝর্ণার জল আঁচলা ভরে খেলে
প্রাণের আরাম।
বিশুদ্ধতা সেখানে বোতল বন্দী হয়ে
নেয়না দাম।
অথচ আমাকে আবার ফিরে আসতেই হবে।
সেই ছিপি আঁটা বিশ্বাসের খুপরিতে।
ছাড়তে হবে দিগন্ত বিস্তৃত
নীল জলরাশি।
থাকতে হবে মজা নোংরা খাল বিল পুকুরেতে।
ছবির মত সুন্দর বিদেশেও
যেতে চাইনা
একই কারণে।
ফিরে দেখতে হবে
মা আমার রয়েছেন
ছেঁড়া মলিন বসনে।
আসা যাওয়ার পথে দেখবো
হাজারে হাজারে
জীর্ণ শীর্ণ বালক বালিকা।
কার দোষ কোন ভুলে আজও
বুঝিনি তা।
কষ্টরা জাল বুনবে মনে।
রক্ত চাপ বেড়ে যাবে।
রাজনীতির বিষাক্ত ঘরে,দেশোদ্ধার!
মাথা কুটবে।
টলমল করে ঘরে ঢুকে
জানলা দরজা সব বন্ধ করে
ধাতস্থ হবো আমি
বেশ কিছুদিন পরে।
আমার ভাললাগার মুহূর্তগুলো।
ছাই হবে পুড়ে।
আমি তো বাঁচতে চাই
আরও অনেকদিন।
ফিরে পেতে চাই বিশ্বাস।
ছুঁতে চাই হারানো প্রজ্ঞা।
মঙ্গলযানে আর অর্থনীতির বিস্তারে
মিলেছে যার আশ্বাস।
আমাদের নালন্দা হবে
প্রভাত সূর্যসম।
বিশ্ব জুড়ে ছড়াবে সুনাম।
লাখ লাখ উজ্জ্বল মনি রত্ন খেলবে
দেশের আঙিনায়।
লাল পাড় ধনেখালি পড়ে
মা হাসবেন।
বড় বড় চোখ মেলে।
নতজানু হয়ে করবো প্রণাম।
By Prasun Mukherjee

Comments