এখনো চাকরি ধরি নাই আমি
- Hashtag Kalakar
- Dec 11, 2025
- 1 min read
By Partha Pratim Chakraborty
বুক জুড়ে অপেক্ষারা ভিড় করে।
জায়গা করে দিতে হৃদপিন্ডের হাসিরা খসে পড়ে
এক এক করে।
তারপর বেকারত্বের অন্ধকার ঘরের কোণে মিলিয়ে যায়।
তবে কিছু জেদী হাসি ফের ছত্রাক হয়ে জন্মায়,
খেলা করে নতুন শরীরে!
আমি এখনো পুরোনো শরীরেই থাকি।
সেই পুরোনো জীবন,
এখনো চাকরি ধরি নাই আমি।
শুনেছি,
চাকরি হলে বিয়ে হয়!
তারপর প্রেমও কি হয়?
শুনেছি,
চাকরি হলে বিছানায় সুন্দর শরীর মিলে!
মনও কি মিলে বারান্দায় রোজ বিকেলে?
গানও কি হয় দোলনায় কথার ছলে?
প্রশ্ন তুলি আমি।
প্রশ্ন ফিরে আসে
মূল্যবৃদ্ধির অজুহাতে ধাক্কা খেয়ে।
উত্তর আসে না।
ধিক্কার আসে!
আমি ধিক্কার নিয়েই বেঁচে আছি।
কেউ ভালোবেসে আজও হাত ধরে নাই আমার।
সেই পুরনো জীবন,
ভয়ে সংশয়ে এখনো চাকরি ধরি নাই আমি।
By Partha Pratim Chakraborty

Comments