অরাজনৈতিক বসন্ত
- Hashtag Kalakar
- Dec 11, 2025
- 1 min read
By Partha Pratim Chakraborty
এদিকে গরম পড়ে গেছে,
তবে ডাইনিং হলের জানালা দুটো খুলি নাই এখনো!
পাশের বাড়ির লোকজন সব রাত-দুপুরে খবর দেখে।
আওয়াজ আসে।
তাই ও’দুটো এখনো বন্ধই আছে।
এমনিতেই আমার বদনাম অজস্র,
আমি নাকি বিদ্রোহী, নজরুলের পরজন্ম!
আমার লেখায় নাকি দর্শনের ধোঁয়া
আর রাজনীতির তিতকুটে গন্ধ।
আমি নাকি ভাঙি ইন্দ্রের ঘুম
আর রাজাকে ডাকি অন্ধ।
তাই জানালা দুটো খুলি নাই,
থাক বন্ধ।
এখন আমার হাতে দেশ ও দশের
ভালো বা মন্দ কোনো খবর নাই।
তাই আমার লেখায় প্রেম হাসে রোজ,
প্রজাপতি উড়ে বেড়ায়।
শত বসন্তের কোকিল ডাকে,
শাপলা পাতায় পাতি মাছরাঙা দাঁড়ায়।
আমার লেখার প্রেমপর্ব অক্ষয় হোক,
মনে বসন্ত আরও কিছুদিন থাক।
তাই জানালা দুটো বন্ধ আছে,
আরও কিছুদিন বন্ধই থাক।
By Partha Pratim Chakraborty

very deep