“গহীনে”
- Hashtag Kalakar
- 5 days ago
- 1 min read
By Asim Kumar Dandapat
বৃষ্টি মুখরিত দিনে, কদম্ব কাননে—--
সে সমস্ত স্মৃতিগুলো, কাঁদিছে গোপনে!
লবণাক্ত অশ্রুধারা, আজও ঝরে মনে।
সখার অব্যক্ত ব্যথা! ভুলিলে ক্যামনে ?
শুনেছি সুখ অপেক্ষা, দুঃখানন্দ স্থায়ী,
আলিঙ্গনে আসে কান্না, একথা ভাবিয়া।
নিমাই সন্ন্যাসে সুখী! সে নিলো বিদায়ী,
বিষ্ণুপ্রিয়া হর্ষে!কাঁদে, পতিরে ছাড়িয়া।
জমেছে ঈশানে মেঘ, বহিছে পবন,
ঐ বুঝি বারি ধারা, ভাসায় ভুবন।
‘ঘন’ ঘন ডাক ছাড়ে, গুরু গরজন।
ব্যথায় চৌচির বুক! তোমার ক্রন্দন!
বর্ষার অজস্র বারি, তবুও মনমরা!
হৃদয় গহীনে বহে— অবিরাম ধারা।
By Asim Kumar Dandapat
Comments