তুমি
- Hashtag Kalakar
- Dec 9, 2025
- 1 min read
By Prasun Mukherjee
তোমার দুচোখে শৈল শহরে
স্বর্গের লুকোচুরি।
তোমার দুচোখে অবিরাম ঢেউ
জীবনের ফুলঝুড়ি।
তোমার দুচোখে নেই ঘুম রাতে
স্বপ্নের ঘোর নামা।
তোমার দুচোখে আলেয়ার টানে
চুপি চুপি এসে থামা।
তোমার দুচোখে পথ হারানোর
গভীর মায়াবী নেশা।
তোমার দুচোখে আগমনী গান
শরতের মেঘে ভাসা।
তোমার দুচোখে নিশীথের ডাক
ঝিঁঝিঁ জোনাকির মেলা।
তোমার দুচোখে ঝুমুরের বোল
পঞ্চমে সুর তোলা।
তোমার দুচোখে স্নিগ্ধ ছায়ায়
নবীন পাখির বাসা।
তোমার দুচোখে ঝড়ের মলাটে
সাতরঙা ভালবাসা।
__
By Prasun Mukherjee

Comments