হাওয়ায় গা
- Hashtag Kalakar
- Sep 5, 2023
- 1 min read
Updated: Aug 21
By Bimal Hansda
এতগুলো মিথ্যার মাঝে
সত্যিটা একলা বসে আছে l
মিথ্যা সাজার কথাতো তারও ছিলো।
অথচ, সেকথা সে নিজেই ভুলে গেছে l
তাই হোঁচট খেতে খেতে নিজেকে সামলে নিয়ে
মাঝে মাঝে মিথ্যার বন্ধু সেজে
হাওয়ায় গা ভাসিয়ে
আজও আশ্রম পাড়া ঘুরে আসে,
যেখানে কোনোদিন কেউ ছিলো না l
By Bimal Hansda

Comments