শারদ প্রেম (Sharod Prem)
- Hashtag Kalakar
- Oct 27
- 1 min read
By Rudra Mitra
শরৎ-এর আকাশে যখন সাদা মেঘ
ধরনীতে নামে প্রেমের আবেগ।
ভোরের বেলা শিউলি যখন ফোটে
তোমার ঘ্রাণে মন মেতে ওঠে।
প্রেম জাগে, প্রতিটা নিঃশ্বাসে-
চারিদিক যখন কুয়াশায় ঢাকে,
তোমার স্পর্শে হৃদয় জাগে।
শিশির ভেজা নরম ঘাসে
যখন তুমি আসো নীরব পায়ে,
গোপন অভিসারে-
তোমার হাসিতে মিঠে রোদ ঝরে।
মনে হয়, ছুটে যাই তোমার হাত ধরে
মাঠের আল ধরে, কাশ ফুলের বনে ।
উত্তরের দমকা হাওয়ায়, কাশ বোন দোলে
আর মনের গোপন বক্ষ, ব্যাকুল করে তোলে!
চোখের স্নিগ্ধতায় এক অচেনা সুর ভাসে
হৃদয় জুড়ে প্রেমের শারদ বাজে
পশ্চিমে দিগন্ত জুড়ে নেমে আসে নীরবতা—
তোমার-আমার না বলা কথা।
শরতের আকাশে যখন সাদা মেঘ
ধরনীতে নামে প্রেমের আবেগ।
By Rudra Mitra

Comments