ভালোবাসার আকাশ (Valobasar Akash)
- Hashtag Kalakar
- Oct 27
- 1 min read
By Rudra Mitra
ভালোবাসা কি তবে এতটাই সহজ?
হাত ধরলেই কি সব দুঃখ ফুরায়!
না- কি অশ্রুর ভেজা রাতে
নিঃশব্দে জেগে ওঠে অঙ্গীকার?
প্রথম দেখা, প্রথম আবেগ ভরা স্পর্শে —
হৃদয়ে প্রস্ফুটিত হয় অনন্ত স্বপ্ন।
তবে সময়ের স্রোত প্রশ্ন করে—
আছে কি আস্থা ? ধৈর্য আছে?
ভালোবাসা মানে শুধু নয় চোখে চোখ রাখা,
আবার নয় শুধু শরীরের ভাষা
ভালোবাসা মানে ঝড়ের রাতেও
একসাথে থাকার প্রতিশ্রুতি,
অটুট আস্থার ভরসা।
খুব সহজ মনে হয় শুরুটা,
কিন্তু কঠিন তার পথচলা।
তবু এই কঠিনের মধ্যেই লুকিয়ে আছে —
ভালোবাসার সৌন্দর্য ভরা অসীম আকাশ।
By Rudra Mitra

Comments