নির্বাসিত রাজপুত্রের আর্তি (Nirbasito Rajputror Aarti)
- Hashtag Kalakar
- Oct 27
- 1 min read
By Rudra Mitra
কালের দুর্ভাগ্যে প্রতারিত,
আমি- ও রাজ্যচ্যুত এক রাজপুত্র।
রাজদণ্ডের পরিবর্তে, এক রক্তিম গোলপ হাতে
হেঁটে চলেছি দিশা-হারা হয়ে।
অজানা অসীম জীবন পথের সন্ধানে,
চালকবিহীন এক পথিকের বেশে।
পাথেয় কেবল- অন্তর অদুরের থেকে
ভেসে আসা ক্ষীণ বেহালার সুর।
পাও যদি খুঁজে এর মর্মসার
নির্দিধায় আসতে পার কাছে আমার।
আমি আছি, থাকব তোমার অপেক্ষায়।
জানি যদিও, হবে না কোনোদিন তোমার
ঐশ্বর্য বিহীন এ দরিদ্র মহারাজকে দরকার।
তবুও রাখলাম বাড়িয়ে এ হাত আমার।
হয়তো তোমায় পারবনা বসাতে স্বর্ণসিংহাসনে,
কিন্তু বিশ্বাস কর -
সাদরে স্থান দেব তোমায় মন-মন্দিরে।
নিত্যসেবা করব, আমারই সরোবরে প্রস্ফুটিত লাল পদ্ম
তোমার চরণে অর্পন করে।
শুধু একবার দাও আশ্রয় তোমার হৃদয় ছায়ে।
By Rudra Mitra

Comments