ছায়ার জীবাশ্ম
- Hashtag Kalakar
- Sep 5, 2023
- 1 min read
Updated: Aug 21
By Bimal Hansda
চারপাশে শুধু অসংখ্য ছায়ার জীবাশ্ম!
প্রতিদিন নিজেও একটু একটু করে
যেন অস্পষ্ট হয়ে উঠছি l
অস্পষ্ট হওয়ার কারনগুলো একদিন
ক্রমশঃ স্পষ্ট হয়ে উঠবে জানি l
হয়তো তারা প্রকাশিত হবে
বৃদ্ধ বছরের জীবন ফুরালে
এই ঘুমন্ত শহর থেকে বহুদূরে
ঘুম ভাঙানি গানেদের গোপন আড্ডায় l
যেখানে, রোজকার মতো পাগলের পতাকা আজও ওড়ে l
By Bimal Hansda

Comments