কল্পনা
- Hashtag Kalakar
- 18 hours ago
- 1 min read
By Md Shahid Hossain
সবার জীবনের সঙ্গেই জড়িত এক অদ্ভুদ অনুভূতি।
কল্পনা অভ্যন্তরীণ রহস্যময় অপ্রত্যাশিত ভবিষ্যৎবাণী
এটি দূরদর্শী অদৃশ্য শক্তি যা অন্তহীন।
যার সীমাবদ্ধ জীবনে আনন্দের জোয়ার কে প্লাবিত করে
অনুরূপভাবে দুঃখের ভাটা বয়ে আনে
কিছু ক্ষেত্রে কল্পনাই সুন্দর নক্ষত্রের মায়াময় আকাশ সৃষ্টি করে
কিন্তু এই আকাশ কিছু সময়ের জন্য এই সৌন্দর্যে সজ্জিত থাকে
কেননা এই মায়াময় অনুভূতি হঠাৎ হতাশার কালবৈশাখী সৃষ্টি করে
যার ফলে বিপর্যস্ত হয়ে উঠে দুর্বল মস্তিষ্ক সহ সর্বাঙ্গ।
জীবন নামক চলচ্চিত্রে এই অনুভূতি এতটাই প্রভাবশালী যে কিনা অসময়ে চলচ্চিত্রের সমাপ্তি ঘটাতে পারে।
কল্পনায় সত্য নয়
কল্পনা মিথ্যে ও নয়
কল্পনা তো সেই মহাকাশ
যা তীব্র রোদের প্রখরতাই সুন্দর
আবার নক্ষত্র বিহীন চন্দ্রের ক্ষীন জ্যোৎস্নাই ও সুন্দর
তবে সে সৌন্দর্য বোঝে যার চোখে থাকে দৃষ্টি..।
By Md Shahid Hossain
Comments