আদিম ভালোবাসা
top of page

আদিম ভালোবাসা

By Bimal Hansda


প্রতিদিনের দৌড় ঝাঁপে আশা আকাঙ্খায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে নিজেরাই নিজের কাছে যেন বড্ড অচেনা হয়ে পড়ি l ক্রমাগত একা হয়ে যাওয়ার যন্ত্রণা থেকে মুক্তির খোঁজে অনবরত সঙ্গ খুঁজে ফিরি l জীবন একটি প্রবাহ মাত্র l সেই জীবন প্রবাহে প্রতিনিয়ত অদ্ভুত পরিবর্তশীলতার মধ্যে দিয়ে সবকিছু যেন পাগল হাতির মতো ছুটে চলেছে এক কৃষ্ণগহ্বরের দিকে, যার পোষাকি নাম ‘মহাকাল ‘ l আজকে যা কিছু দৃশ্য -অদৃশ্য, শ্রুত-অশ্রুত, চক্রান্ত – ষড়যন্ত্র, সমস্ত রাজ্যপাট, তোমার আমার সৈন্যদল , কত কত লাজুক রজনীগন্ধার প্রেম -ভালোবাসা, নদী,পাহাড়, মেঘ, মেঘেদের গান, নুড়ি,সাগর, ঝিনুকের শব্দমালা , সব তারা, নক্ষত্র, ছায়াপথ সেই সবকিছু একদিন ঠিক ডুবে যাবে সেই কৃষ্ণ গহ্বরে l



জীবন এক হলোগ্রামিক প্রজেকশন মাত্র l কোন শক্তির বলে এখানে ঢেউ উঠছে অনবরত, আবার জন্মাবার পরেই সেই ঢেউ ভেঙে মিশে যাচ্ছে তাঁর উৎসতেই l

এ জন্যই তথাগত বলেছেন, ---“শূন্যম শূন্যম সর্বম শূন্যম”।

কিন্তূ এই সবের মাঝেও শুধু একটি জিনিস থেকে যাবে তা হোলো সৃষ্টি, সৃষ্টির পরশ l যে বিন্দুমাত্র সঞ্চয় করতে শেখে নি l তার পরশে লেগে থাকে শুধুই এক নামহীন, রুপাতিত পরম শান্তি, এক আদিম ভালোবাসা l


By Bimal Hansda



21 views3 comments

Recent Posts

See All

The Hypocritic Hue

By Khushi Roy Everything is fair in love and war, in passion and aggression. Because every lover is a warrior and every warrior a lover. Let it be, the vulnerability of a warrior or the violence of a

Stree Asmaanta

By Priyanka Gupta असमानता नहीं महिलाओं की पुरुषों पर निर्भरता वास्तविक दुर्भाग्य है महिला और पुरुष के मध्य भेद प्रकृति प्रदत्त है,लेकिन भेदभाव समाज की देन है।किसी एक लिंग को दूसरे पर वरीयता देना और लि

bottom of page