top of page

Illusion

By Ayananta Batabyal


মায়াজাল

অনন্ত পথ চলার মাঝে

সকাল থেকে রাত হয়,

ঘন কালো অন্ধকারের জাল

বিচ্ছিন্নতাবাদ,

ত্মা আর পরমাত্মার মিলন,

স্বপ্নগুলো যেন তারা হয়,

হাতছানি দিয়ে ডাকে,

এগিয়ে আয়, এগিয়ে আয়,

এই মন এগিয়ে যায়,

তার সাথে, এগোই ঝিকমিক করা আলো,

পিছনে ফেরার পথ জানা নেই,

তাই আলো এগোই, নিজের গতিপথ এঁকেবেঁকে,

নিঃশব্দ ধুলো উড়িয়ে,

ক্লান্ত শরীর আর ভারাক্রান্ত মন গতির শৃংখল আটকে,

জানিনা কোন বলে থেমে গেছি জীবনের সীমান্তে,

আর হাতে অবশিষ্ট থাকে

একমুঠো মরিচিকা

সত্যের মায়াজাল.


Illusion

Walking between the endless path,

The way from morning to night

Arranging, net of the darkest shadow,

It's isolation.

Coalsence among the soul and it's God,

The dreams like a shining Star

Beckoning from the sky,

Come, come along,

And this heart follow ahead

With the glittering lights,

No way to return ever

The light, moves in its own zigzag way,

Fagged and fatigue mind refrain from the chain of the motion

Don't know, but some force

Like a mountain at the edge of the life

And the remaining is,

A handful of Oasis,

Alas the illusion of truth.


By Ayananta Batabyal



Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant  The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones    I label it as gluttony for you  Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page