By Ayananta Batabyal
মায়াজাল
অনন্ত পথ চলার মাঝে
সকাল থেকে রাত হয়,
ঘন কালো অন্ধকারের জাল
বিচ্ছিন্নতাবাদ,
আ
ত্মা আর পরমাত্মার মিলন,
স্বপ্নগুলো যেন তারা হয়,
হাতছানি দিয়ে ডাকে,
এগিয়ে আয়, এগিয়ে আয়,
এই মন এগিয়ে যায়,
তার সাথে, এগোই ঝিকমিক করা আলো,
পিছনে ফেরার পথ জানা নেই,
তাই আলো এগোই, নিজের গতিপথ এঁকেবেঁকে,
নিঃশব্দ ধুলো উড়িয়ে,
ক্লান্ত শরীর আর ভারাক্রান্ত মন গতির শৃংখল আটকে,
জানিনা কোন বলে থেমে গেছি জীবনের সীমান্তে,
আর হাতে অবশিষ্ট থাকে
একমুঠো মরিচিকা
সত্যের মায়াজাল.
Illusion
Walking between the endless path,
The way from morning to night
Arranging, net of the darkest shadow,
It's isolation.
Coalsence among the soul and it's God,
The dreams like a shining Star
Beckoning from the sky,
Come, come along,
And this heart follow ahead
With the glittering lights,
No way to return ever
The light, moves in its own zigzag way,
Fagged and fatigue mind refrain from the chain of the motion
Don't know, but some force
Like a mountain at the edge of the life
And the remaining is,
A handful of Oasis,
Alas the illusion of truth.
By Ayananta Batabyal
Besh bhalo