top of page

Idleness

By Ayananta Batabyal


অলসতা


গাছের পাতায় অলসতা ভরা,

একটু নড়তে বড় কষ্ট,

একটুখানি নড়লে পরে

শরীরে জুড়ায় কেষ্ট।

ভিজছে কপাল

মুছে যাচ্ছে রেখা গুলো,

গলছে শরীর,

হারিয়ে যাচ্ছে

স্বপ্নের নীর,

মনটা হাস ফাঁস।

নিংরছি চামড়া,

নরকের জ্বালা,

ওষ্ঠাগত প্রাণ

চিন্তা ধারা বাষ্পীভূত,

আজকের দিন রাত

জ্বলন্ত চিতা,

জীবন বড়ো ভন্ড

ভবিষ্যৎ রোদ্দুর পোড়া

ঝলসানো পথঘাট,

ঘাটে শুধু শুকনো বালি

নদীর জল শুকিয়ে কাঠ।



Idleness


The leaves are sleepy,

Too hard to wave, full of lazy

O leaves, shake yourself a more,

and the peace be in the soul,

But the body's wet as its melt,

A dream home is being ruined

Sentiments are depressed

Squeezing, and squeezing

the outer layer of the soul

As if Burning in the hell,

The thoughts are vaporizing from the brain

This strange life is a waste

The sear future at the edge.

At the edge filled with dry dunes

Rivers dried as wood.


By Ayananta Batabyal



Recent Posts

See All
  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2024 by Hashtag Kalakar

bottom of page