- hashtagkalakar
Apocalypse
By Ayananta Batabyal
অন্তহীন যুদ্ধ
রৌদ্র তেজে দগ্ধ দেহ
অন্তহীন পথ,
বুকের ভেতর গরম নিঃশ্বাস
ওষ্ঠাগত প্রাণ,
সবাই চলে ছায়ার আশায়,
জেতার ইচ্ছা অর্থহীন,
চোখের জল শুকায় গেছে
হাহাকার চারিদিক,
তাও যুদ্ধ চলে বেঁচে থাকার,
দিন রাত্রি উত্তাপ,
রাতের চুল্লি টা কার, করছে গ্রাস
স্বপ্নের সর্বনাশ।
Apocalypse
The Sun, shining like burning the soul,
The way to endless path,
Inhiling the heat within
Life is at the last gasp,
Everyone searches for the shelter,
No way to win
Dry tears shout in distress,
But the war to win,
In the warmth embrace of death,
The kiln at night
begin devouring the dream.
By Ayananta Batabyal