তুই
- hashtagkalakar
- Mar 23, 2023
- 1 min read
By Ayan Guin
রাত ঠিক কত খেয়াল নেই,
ঘুম ভেঙে দেখি জ্যোৎস্নার আলোয়,
ভেসে যাচ্ছে তোর শরীর।
খুব চেষ্টা করেছিলাম জানিস,
তোর ওই মায়াবী দেহপট থেকে,
চোখ দুটো সরিয়ে নিতে, কিন্তু পারিনি।
অবিন্যস্ত একরাশ চুল এসে পড়েছিল,
তোর মুখের ওপর অদ্ভূতভাবে যেন,
শান্ত দীঘির ওপর গাছের ছায়া।
রাতের হালকা প্রসাধন আর কাজলে,
ভেসলিনে ভেজা তোর ঠোঁটের ঘুমন্ত হাসি,
নিশির ডাকের মতো ডাকছিল আমাকে।
নিজের অজান্তেই ধীরে ধীরে কখন,
ঠোঁটে ঠোঁট রেখে অমৃতের স্বাদ নিতে নিতে,
দুটো শরীর এক হয়েছিল কে জানে!
সকালের রোদ যখন মুখে এসে পড়লো,
মুক্তোর মতো তোর ভেজা চুলের বিন্দু,
আর শরীরের গন্ধ পাগল করে তুললো আমাকে।
দুস্টুমিভরা তোর ওই মায়াবী চোখ দুটো নিয়ে,
মুচকি হেসে আমার বুকে মাথা রেখে বললি,
জানিস কাল রাতে বৃষ্টি নেমেছিল আমার সারা শরীর জুড়ে।
By Ayan Guin
Comments