“মাঠের পাঁচালী”
- Hashtag Kalakar
- Sep 10
- 1 min read
By Asim Kumar Dandapat
ধান কাটা কতোদিন—-আইলে দাঁড়িয়ে,
দেখি নাই!সে দিনের, রীতি আজ নেই ।
তবু মৃদু মেঠো ঘ্রাণ—-স্মৃতিকে জাগিয়ে,
আলোড়ন তোলে নাকি! ঢেউ অতলেই!
পাখিসব কাটাধান, খড়গুলো নাড়ে,
পোকাকে আহার করে, বক আসে কত—
সাদা ফুল ফোটে যেনো, বসে চুপি সারে।
সোনালী ধানের রাশে, সত্যি স্বপ্ন মূর্ত।
অপেক্ষার অবসান, সেই কবে থেকে
গুণেছে সে বারংবার, আশা ফসলের।
শুভ সংকেত পাঠায়, লক্ষ্মীপেঁচা ডাকে,
চাষী বধূ হর্ষে মাতে, বার্তা নবান্নের।
কষ্ট লাঘব হয়েছে, স্বর্ণ উপহারে,
নির্মল হাসি ও গান! পূজা উপাচারে।
By Asim Kumar Dandapat

Comments