“প্রাপ্তির আকাঙ্খা বনাম মৃত্যুহীন বাস্তবতা”
- Hashtag Kalakar
- Sep 11
- 1 min read
By Md Shahid Hossain
গন্তব্যহীন জীবনের পথযাত্রায়
শত সম্পর্ক একদিন না ফেরার পথের পথিক হবে।
জীবনের সমস্ত প্রাপ্তি একদিন মূল্যহীন হবে ।
পৃথিবীর বয়স বাড়ছে
এগোচ্ছে সভ্যতার রথচাকা
তার সঙ্গ নিয়েছে সমস্যার কালো মেঘ
বাঁচতে হলে সমস্যা আসবেই
তাহলে জীবনচক্রে এত হারানোর ভয় কেন...?
কি আছে জীবনের এই ছদ্মবেশী মায়ায় ।
অনুভূতি , আশ্বাস , কল্পনা , প্রত্যাশা
এগুলো এক একটা ধোঁয়াশা যুক্ত কাঙ্খিত কল্পনা।
সৃষ্টির মধ্যে আসার পর
একদিন নিজেকে হারিয়ে যেতে হবে তবুও হারাতে ভয়..?
সেই নিথর প্রাণহীন দেহের অন্তিম বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শত লোকের উপস্থিতি থাকবে।
কিন্তু কতদিন তারা সেই হৃদয় মাঝে তোমাকে রাখবে।
রাখবেনা তো.!!
জীবনের পথ চলা শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত
সবই তো হারিয়ে যায়....
কেউ হারায় নিজের শৈশব
কেউ হারায় নিজের যৌবন
আবার কতজন নিজের বার্ধক্য হারিয়ে সেই সৃষ্টির মধ্যে বিলীন হয়ে গেছে
হারাতে কেউই চায়না
সে জীবনের কোন প্রয়োজনীয় জিনিস
হোক কিংবা জীবন হোক
কোন দাবি ছাড়া, কোন প্রত্যাশা ছাড়া, আর কোন ব্যাখ্যা ছাড়া
তোমার জীবনের প্রতিটি পরিস্থিতি হেসে কাটাও
এটাই জীবন।
সর্ব প্রাপ্তির আকাঙ্ক্ষা কল্পনায় সুন্দর
বাস্তবতা মৃত্যুহীন
By Md Shahid Hossain

Comments