By Bimal Hansda
প্রতিদিনের দৌড় ঝাঁপে আশা আকাঙ্খায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে নিজেরাই নিজের কাছে যেন বড্ড অচেনা হয়ে পড়ি l ক্রমাগত একা হয়ে যাওয়ার যন্ত্রণা থেকে মুক্তির খোঁজে অনবরত সঙ্গ খুঁজে ফিরি l জীবন একটি প্রবাহ মাত্র l সেই জীবন প্রবাহে প্রতিনিয়ত অদ্ভুত পরিবর্তশীলতার মধ্যে দিয়ে সবকিছু যেন পাগল হাতির মতো ছুটে চলেছে এক কৃষ্ণগহ্বরের দিকে, যার পোষাকি নাম ‘মহাকাল ‘ l আজকে যা কিছু দৃশ্য -অদৃশ্য, শ্রুত-অশ্রুত, চক্রান্ত – ষড়যন্ত্র, সমস্ত রাজ্যপাট, তোমার আমার সৈন্যদল , কত কত লাজুক রজনীগন্ধার প্রেম -ভালোবাসা, নদী,পাহাড়, মেঘ, মেঘেদের গান, নুড়ি,সাগর, ঝিনুকের শব্দমালা , সব তারা, নক্ষত্র, ছায়াপথ সেই সবকিছু একদিন ঠিক ডুবে যাবে সেই কৃষ্ণ গহ্বরে l
জীবন এক হলোগ্রামিক প্রজেকশন মাত্র l কোন শক্তির বলে এখানে ঢেউ উঠছে অনবরত, আবার জন্মাবার পরেই সেই ঢেউ ভেঙে মিশে যাচ্ছে তাঁর উৎসতেই l
এ জন্যই তথাগত বলেছেন, ---“শূন্যম শূন্যম সর্বম শূন্যম”।
কিন্তূ এই সবের মাঝেও শুধু একটি জিনিস থেকে যাবে তা হোলো সৃষ্টি, সৃষ্টির পরশ l যে বিন্দুমাত্র সঞ্চয় করতে শেখে নি l তার পরশে লেগে থাকে শুধুই এক নামহীন, রুপাতিত পরম শান্তি, এক আদিম ভালোবাসা l
By Bimal Hansda
Nice one✨❤
👌👌❤️❤️
Sundor lekha.. ❤️